Ad Code

E-Book Entire: ebook selling is an excellent way of earn money

ফ্রিল্যান্সিং শিখুন: লিখে কীভাবে টাকা আয় করবেন?



- আলামিন চৌধুরী

আলামিন চৌধুরী ফ্রিল্যান্সিং শুরু করেন ২০০৪ সালে। বর্তমানে তিনি বেসিসের অঙ্গসংগঠন বিআইটিএমের প্র্যাকটিক্যাল এসইও, ডিজিটাল মার্কেটিং ও অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের লিড ট্রেইনার হিসেবে কর্মরত আছেন। তিনি বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় ইন্টারনেট মার্কেটিং প্রফেশনাল। বিশ্বের বিভিন্ন ইন্টারনেট মার্কেটিং ফোরামের সঙ্গে জড়িত রয়েছেন তিনি।
আলামিন চৌধুরী ২০১১ সালে বেসিস আয়োজিত ‘বেস্ট ফ্রিল্যান্সার অ্যাওয়া‍র্ড’ প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জন করেছিলেন এবং পরবর্তী সময়ে ২০১৩-১৪ বেসিস আউটসোর্সিং অ্যাওয়া‍র্ড প্রোগ্রামের একজন জুরি বোর্ড মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি) কর্মসূচির প্র্যাকটিক্যাল এসইও, ডিজিটাল মার্কেটিং ও অ্যাফিলিয়েট মার্কেটিং-এ তিনটি ট্র্যাকের ট্রেনিং কার্যক্রম তাঁর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। মূলত যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তির সঙ্গে কাজ করছেন তিনি।

ফ্রিল্যান্স রাইটিং বা ব্লগিং করে অনলাইন থেকে উপার্জন করার অনেক ভালো একটি মাধ্যম। আপনি চাইলে লেখালেখির মাধ্যমেও আপনার ফ্রিল্যান্স ক্যারিয়ার শুরু করতে পারেন। আর যেহেতু একটি ওয়েবসাইটে প্রতিনিয়তই নতুন নতুন পোস্ট আপডেট হচ্ছে, তাই এ কাজের চাহিদা কখনই কমবে না, বরং বাড়বে।
কিন্তু এটা শুরু করতে আপনার অনেক সময় দিতে হবে। আপনাকে বুঝতে হবে, সঠিক লেখার ধরন। কোন ধরনের লেখা একজন সাধারণ পাঠক পছন্দ করবে বা কতটা সাবলীলভাবে লিখলে একজন পাঠক সহজেই বুঝতে পারবে। আপনার লেখার ভাষা সহজ ও নির্ভুল হতে হবে। আর এ জন্য আপনাকে ইংরেজিতে অনেক ভালো দক্ষতা অর্জন করতে হবে। ভাষাগত ভুলগুলো এড়িয়ে চলতে হবে। তাহলেই একটি ভালো মানের কন্টেন্ট লিখতে পারবেন।
কন্টেন্ট লিখে তিনভাবে আয় হতে পারে :
১. ফ্রিল্যান্স ব্লগার/রাইটার
আপনি বিভিন্ন ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে Article Writing/Content Writing সেকশনে গিয়ে ক্লায়েন্টের পোস্টকৃত প্রোজেক্টগুলো দেখতে পারেন এবং সেখান থেকে কাজ নিয়ে (সাধারণত এখানে ক্লায়েন্টের সাইট/ব্লগে আর্টিকেল লিখে পরে পাবলিশ করে দিতে হয় অথবা সাইটের কোনো অংশের কন্টেন্ট লিখে দিতে হয়) উপার্জন করতে পারবেন।
২. গেস্ট ব্লগিং
এখানে আপনি অন্যের ব্লগে গেস্ট হিসেবে পোস্ট দেবেন। কিন্তু এ ক্ষেত্রে অনেক সময় এটা অর্থের বিনিময়ে হয় না। এটা হতে পারে আপনার ভালো ব্যাকলিংক তৈরির জন্য। তবে মাঝেমধ্যে গেস্ট পোস্ট করেও অর্থ উপার্জন করতে পারেন।
৩. কন্টেন্ট মার্কেটার
একজন কন্টেন্ট মার্কেটার সেই ব্যক্তি, যে নিজের ওয়েবসাইটের জন্য কন্টেন্ট লিখে এবং যার মূল লক্ষ্যই থাকে বিভিন্ন উপায়ে সাইটের ট্রাফিক বৃদ্ধি করা। এখানে তার আয় শুরু হতে একটু সময় লাগে, কিন্তু এই আয় একবার শুরু হয়ে গেলে চলতেই থাকে। এবং ক্রমান্বয়ে তার উপার্জনের পরিমাণও বাড়তে থাকে।
একটি উদাহরণ দিয়ে বিষয়টি আরেকটু পরিষ্কার করে বলছি। যেমন : আমি একজন ফ্রিল্যান্স ব্লগার বা গেস্ট ব্লগারও নই, কেননা আমি অন্য কারো জন্য কোনো ব্লগ পোস্ট/আর্টিকেল লিখি না। কিন্তু আমি নিজেকে একজন কন্টেন্ট মার্কেটার বলতে পারি, কারণ আমি ব্লগ পোস্ট লিখি আমার ব্লগের জন্য এবং এই পোস্ট প্রমোশনের মাধ্যমে আমার টার্গেটেড ট্রাফিকদের দৃষ্টি আকর্ষণ করি।
এখন আপনি যদি একজন ভালোমানের কন্টেন্ট রাইটার হন, কিন্তু খুবই অল্প পারিশ্রমিকে আপনাকে কাজ করতে হয় এবং আপনি এতে মোটেই সন্তুষ্ট নন। তাহলে আমি এখানে এমন কিছু ওয়েবসাইট নিয়ে আলোচনা করছি, যেগুলোতে আপনি কাজ করার মাধ্যমে, কন্টেন্ট লিখে আপনার যথাযোগ্য পারিশ্রমিক লাভ করতে পারবেন।
১. Top Tenz:
  • ওয়েবসাইট : http://www.toptenz.net/
  • ওয়েবসাইটে আবেদন করার জন্য লিংক: http://www.toptenz.net/sumit-a-top-ten-list
  • Alexa র‌্যাংক: ২২৫৮০
  • লেখার বিষয়বস্তু : কাল্পনিক/অদ্ভুত, লাইফস্টাইল, ভ্রমণ, বিনোদন এবং বিজ্ঞান।
  • পেমেন্ট : ৫০ ডলার (প্রতি আর্টিকেল)
  • ভিজিটর : টপ টেনজ এ প্রতি মাসে গড়ে ২৪ লাখ আর্টিকেল পাবলিশ হয় এবং এখানে ১৬ লাখের বেশি অ্যাকটিভ ভিজিটর রয়েছে।
২. List Verse:
  • ওয়েবসাইট : http://listverse.com/
  • ওয়েবসাইটে আবেদন করার জন্য লিংক : http://listverse.com/write-get-paid/
  • Alexa র‌্যাংক : ৩৬৭৪
  • লেখার বিষয়বস্তু : সাধারণ জ্ঞান, সমাজ, লাইফস্টাইল, ভ্রমণ, বিনোদন এবং বিজ্ঞান।
  • পেমেন্ট : ১০০ ডলার (প্রতি আর্টিকেল)
  • ভিজিটর : List Verse এ প্রতি মাসে গড়ে তিন কোটি অর্টিকেল পাবলিশ হয় এবং এখানে ৮০ লাখের বেশি অ্যাকটিভ ভিজিটর রয়েছে।
৩. The Dollar Stretcher :
  • ওয়েবসাইট : http://www.stretcher.com/
  • ওয়েবসাইটে আবেদন করার জন্য লিংক : http://www.stretcher.com/menu/writers.cfm
  • Alexa র‌্যাংক : 97537
  • লেখার বিষয়বস্তু : অর্থ, খাদ্য, পরিবার, লাইফস্টাইল এবং বাড়ি।
  • পেমেন্ট : ০.১০ ডলার (প্রতি ওয়ার্ড)। ৫০০ ওয়ার্ডের একটি আর্টিকেলের জন্য ৫০ ডলার।
  • The Dollar Stretcher একটি পাবলিকেশন গ্রুপ, যার স্লোগান হচ্ছে ‘Living Better…for Less’। যাদের মূল লক্ষ্য হচ্ছে পাঠকদের সময় এবং অর্থ সংরক্ষণ করে ভালো কিছু দেওয়া।
৪. Reverb Press :
  • ওয়েবসাইট : http://reverbpress.com/
  • ওয়েবসাইটে আবেদন করার জন্য লিংক : http://reverbpress.com/write-for-reverb-press/
  • Alexa র‌্যাংক : ৩৬১৪৮
  • লেখার বিষয়বস্তু : খবর, পলিটিক্স, আইন, ব্যবসা, পৃথিবী, লাইফস্টাইল এবং বিনোদন।
  • পেমেন্ট : নির্দিষ্ট নয়।
  • Reverb Press লাইফস্টাইল এবং সংবাদবিষয়ক একটি অনলাইন ম্যাগাজিন, যাদের রয়েছে ডেডিকেটেড, ট্যালেন্টেড এবং স্মার্ট লেখক। Reverb Press এখানে উল্লেখিত অন্যান্য ওয়েবসাইটের মতো নয়। এখানে আপনাকে নিয়মিত কন্টেন্ট দিতে হবে। সুতরাং, এখানে আপনার আবেদনটি যদি গৃহীত হয়, তাহলে আপনি এখানে একটি সাধারণ চাকরি করার মতোই কাজ করবেন। আপনি যে বিষয় লিখতে ইচ্ছুক, সে বিষয়ে আপনি লিখতে পারবেন এবং এর পাশাপাশি তারা তাদের চাহিদা অনুযায়ী অন্যান্য কাজও আপনাকে দেওয়া হবে। এখানে পেমেন্টটি নির্দিষ্ট নয়, তবে বলা হয় আপনার লেখার ধরন এবং পাঠকের অংশগ্রহণের ওপর ভিত্তি করে আপনাকে পারিশ্রমিক দেওয়া হবে।
৫. WritersWeekly :
  • ওয়েবসাইট : http://writersweekly.com/
  • ওয়েবসাইটে আবেদন করার জন্য লিংক : http://writersweekly.com/writersweekly-com-writers-guidelines
  • লেখার বিষয়বস্তু : ফ্রিল্যান্স
  • পেমেন্ট : প্রতি পোস্ট ৬০ ডলার, প্রতি ৬০০ ওয়ার্ডের জন্য।
  • WritersWeekly অনেক পুরাতন এবং প্রসিদ্ধ একটি সাইট ফ্রিল্যান্সিং বিষয়ক লেখার জন্য। এটি ১৯৯৭ সাল থেকে প্রতিনিয়ত লেখা দিয়ে আসছে।
৬. WOW! Women On Writing:
  • ওয়েবসাইট : http://www.wow-womenonwriting.com/
  • ওয়েবসাইটে আবেদন করার জন্য লিংক : http://www.wow-womenonwriting.com/contact.php
  • লেখার বিষয়বস্তু : রচনা
  • পেমেন্ট : ৫০-১৫০ ডলার প্রতি পোস্ট
  • WOW! একটি গ্লোবাল ম্যাগাজিন, যেটা ডিজাইন করা হয়েছে মহিলাদের সৃজনশীলতা তুলে ধরার জন্য।
৭. Funds For Writers :
  • ওয়েবসাইট : http://fundsforwriters.com/
  • ওয়েবসাইটে আবেদন করার জন্য লিংক : http://fundsforwriters.com/submissions/
  • লেখার বিষয়বস্তু : রচনা
  • পেমেন্ট : ৫০ ডলার প্রতি পোস্ট
  • Funds For Writers অনলাইনে কন্টেন্ট রাইটারদের অর্থ উপার্জনের একটি গ্রহণযোগ্য উৎস হতে পারে।
৮. A List Apart :
  • ওয়েবসাইট : http://alistapart.com/
  • ওয়েবসাইটে আবেদন করার জন্য লিংক : http://alistapart.com/
  • Alexa র‌্যাংক : ৮৭০৭
  • লেখার বিষয়বস্তু : ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট
  • পেমেন্ট : ২০০ ডলার
  • A List Apart মূলত ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টবিষয়ক একটি প্ল্যাটফর্ম।
৯. AppStorm :
  • ওয়েবসাইট : http://appstorm.net/
  • Alexa র‌্যাংক : ১১৮৯১
  • লেখার বিষয়বস্তু : অ্যাপস (ম্যাক, উইন্ডোজ, ওয়েব, আইফোন, আইপ্যাড)
  • পেমেন্ট : ৬০ ডলার প্রতি পোস্ট
  • AppStorm-এ আপনি শুধু কোনো অ্যাপসের রিভিউ দিচ্ছেন না, এর পাশাপাশি এ ব্যবহারের সুবিধা বা ট্রিকসগুলো নিয়েও আলোচনা করা হয়।
১০. Photoshop Tutorials :  
  • ওয়েবসাইট : http://www.photoshoptutorials.ws/
  • ওয়েবসাইটে আবেদন করার জন্য লিংক : http://www.photoshoptutorials.ws/money-photoshop/
  • লেখার বিষয়বস্তু : ডিজাইন
  • পেমেন্ট : ২৫-৩০০ ডলার
  • Photoshop Tutorials এটা নতুন এবং এক্সপার্ট সবার জন্যই। এখানে আপনি জানতে পারবেন বিভিন্ন টিপস এবং ট্রিকস সম্পর্কে।

আমি এখানে আপনাদের সঙ্গে বেশ কিছু ওয়েবসাইট নিয়ে আলোচনা করলাম। আশা করি, যাঁরা কন্টেন্ট লিখে আয় করতে চান, এটা তাঁদের উপকারে আসবে। তবে যেকোনো সাইটে লেখা শুরুর আগে তাদের গাইডলাইন ভালোভাবে পড়ে নেবেন।
আপনার উচিত, যেকোনো সাইটে কন্টেন্ট রাইটার হিসেবে কাজ শুরুর আগে ওই সাইট সম্পর্কে গবেষণা করে নেওয়া। তাদের পেমেন্ট মেথড সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া। তারা কীভাবে আপনার পারিশ্রমিক পরিশোধ করবে, সেটা ভালোভাবে জেনে ও বুঝে তার পর কাজ শুরু করবেন।
আরেকটি বিষয় হয়তো লক্ষ করেছেন, প্রায় প্রতিটি প্ল্যাটফর্মেই আপনাকে লেখক হিসেবে আবেদন করার জন্য বলা হয়েছে। এখানেই আপনাকে (যদি সম্ভব হয়) সুন্দর করে গুছিয়ে বলে দিতে হবে কেন আপনি একজন ভালো লেখক আর আপনার লেখা কীভাবে তাদের সাইটের ভিজিটরদের উপকারে আসবে। প্রয়োজনে আপনার আগের লেখা কিছু আর্টিকেলের নমুনা তাদের দেখাতে পারেন (যদি তারা দেখতে চায়)।
সবশেষে একটি কথাই বলব, এসব সাইটে রাইটার হিসেবে কাজ শুরু করার আগে এখানে যেসব কনটেন্ট/আর্টিকেল পাবলিশ হচ্ছে, সেগুলো ভালমতো পড়ুন, দেখুন, এবং বুঝুন যে কেমন এসব আর্টিকেলের স্টাইল, কী ফরম্যাটে অন্যরা এখানে কী লিখছে, কোন বিষয়ের আর্টিকেল বেশি সোশ্যাল শেয়ারিং হচ্ছে, কোন কন্টেন্টের পেজে ভিজিটরেরা বেশি কমেন্ট করছেন ইত্যাদি বিষয়।
আর এখান থেকেই আপনি একটি ভালো ধারণা পেয়ে যাবেন যে আপনাকে কীভাবে লিখতে হবে আর এসব সাইটে কাজ করার যোগ্যতা এবং দক্ষতা আপনার আছে কি না।

Post a Comment

0 Comments